প্রকাশিত: Sat, Dec 10, 2022 6:10 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:29 PM

ভারতের বিমান বাহিনীর ১৪ শতাংশ নারী

রাশিদুল ইসলাম: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট বলেছেন দেশটির নৌবাহিনীর কর্মশক্তির ৬ ও সেনাবাহিনীতে ৩.৯৭ শতাংশ নারী হলেও বিমান বাহিনীতে তারা ১৩.৬৯ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে সমর্থ হয়েছে। ‘প্রতিরক্ষা খাতে নারীরদের অংশগ্রহণ’ সম্পর্কে লোকসভায় এ তথ্য উপস্থাপন করেন অজয় ভাট। ভারতের বিমান বাহিনীতে মেডিক্যাল শাখা বাদ দিয়ে নারীরা এ অবস্থানে রয়েছে। দি প্রিন্ট

সংসদের চলমান শীতকালীন অধিবেশন চলাকালীন ‘প্রতিরক্ষা খাতে নারীদের  অংশগ্রহণের’ তথ্য উপস্থাপন করে, ভাট জানান বিমান বাহিনীতে নারী অফিসার নিয়োগ লিঙ্গ নিরপেক্ষ’। দেশটির বিমান বাহিনীর সমস্ত শাখা ও কর্ম প্রবাহে নারী অফিসারদের নিয়োগ দেওয়া হয়। এর কারণ হচ্ছে ভারতের বিমান বাহিনীর পরিষেবায় ক্যারিয়ারের সুযোগগুলি প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়া এবং বিশেষ প্রচার ড্রাইভের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। 

ভারতের বিমান বাহিনী ২০১৫ সালে নারীদের যুদ্ধের ভূমিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি পরীক্ষামূলক পরিকল্পনা শুরু করেছিল, এটি এখন স্থায়ী হয়ে উঠেছে এবং যুদ্ধের ভূমিকায় লিঙ্গ-নিরপেক্ষ কর্মসংস্থানের সুবিধা দিচ্ছে। অন্ধ্র প্রদেশের লোকসভার সদস্য এন. রেডডেপ্পাকে এমওএস ভাটের লিখিত উত্তরের অংশ হিসাবে এ তথ্য দেওয়া হয়। মন্ত্রী হাউসকে আরও জানান যে ভারতীয় নৌবাহিনীর কর্মীবাহিনীর ছয় শতাংশ নারী। ভারতীয় নৌবাহিনীতে অফিসার হিসাবে নারীদের অন্তর্ভুক্তি ১৯৯১ সালে শুরু হয়েছিল। তারপর থেকে ভারতীয় নৌবাহিনী ধীরে ধীরে এনডিএর মাধ্যমে অন্তর্ভুক্তি সহ নারী অফিসারদের জন্য সমস্ত শাখা খোলে। 

অগ্নিপথ প্রকল্পের অধীনে প্রথমবারের মতো ভারতে নাবিক হিসেবে নারীদেরও নিয়োগ করা হচ্ছে। নাবিক পদের ২০ শতাংশ তাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। উপরন্তু, ভারতীয় সেনাবাহিনীতে নারী কর্মশক্তি শতাংশ ছিল মাত্র ৩.৯৭ শতাংশ, যা তিনটি সশস্ত্র পরিষেবার মধ্যে সর্বনিম্ন। যাইহোক, এটি আর্মি মেডিকেল কর্পস বা আর্মি ডেন্টাল কর্পসে কর্মরত অফিসারদের বাদ দিয়ে। মেডিকেল কর্পস এবং ডেন্টাল কর্পসে কর্মরত অফিসারদের ২১.২৫ শতাংশ নারী। বর্তমানে, নারীরা ভারতীয় সেনাবাহিনীতে দশটি ধারায় কমিশন পাচ্ছেন - কর্পস অফ ইঞ্জিনিয়ার্স, কর্পস অফ সিগন্যাল, আর্মি এয়ার ডিফেন্স, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডন্যান্স কর্পস, কর্প অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, আর্মি এভিয়েশন কর্পস, ইন্টেলিজেন্স কর্পস, জজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ এবং আর্মি এডুকেশন কর্পস সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিস ছাড়াও ডাক্তার এবং সামরিক নার্স হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (এনডিএ) ৩৮টি, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (আইএমএ) ২০টি, কলেজ অফ নার্সিং পুনেতে ২২০টি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পুনেতে ৩০টি এবং অফিসারদের জন্য ৮০টি আসন নারীদের জন্যে সংরক্ষিত রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ